মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সি.আর মামলা নং- ২৪১/২০২২ (মীরসরাই)-এর অভিযোগ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম কর্তৃক আমলে নেয়ায় জেলা প্রশাসক, চট্টগ্রামের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৬ মে, ২০২৪ তারিখের ৪৭১নং প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে মীরসরাই উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে এই সাময়িক বরখাস্তদেশ প্রদান করে।
সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) এবং ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী কেন ইউপি সদস্য পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, চট্টগ্রামের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়। পূর্বে মামুন অবৈধ সেগুন কাঠ ও অবৈধভাবে মাটি কাটার দায়ে গ্রেফতার হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে ক্ষমতা অপব্যবহার করার অভিযোগ রয়েছে। মাটি ব্যবস্থাপনা ও বালু মহাল আইনের ধারা অনুযায়ী প্রশাসন থেকে প্রজ্ঞাপনে জারি করেছে।