মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশেষ কাজে চট্টগ্রাম যান। সেখানে সিড়ি বেয়ে নামার সময় পরে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। ২৬ শে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
পরে তাকে মীরসরাই সমকাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা নিবীড় পর্যবেক্ষন করে চিকিৎসা দেয়ার পর তাকে বাসায় রেস্টে থাকতে বলা হয়।
চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, শহরে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করে সিড়ি বেয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত পান। তিনি আরো জানান, মীরসরাই সমকাল ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার পর বাসায় রেস্টে থাকতে বলেছেন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ মতে বাসায় রেস্টে আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
চেয়ারম্যান নুরুল মোস্তফার দূর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে যান বারইয়ারহাট পৌরসভার পৌরমেয়র রেজাউল করিম খোকন, ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনেয়ারুল ইসলাম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিলসহ আরও অনেকে।