“দেশকে যদি গড়তে হয়, সবার আগে নিজেকে গড়ো ” পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে টেকসই শিক্ষা ও উন্নয়ন এর লক্ষ্যে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতা নিয়ে ক্যাম্পেইন করে চট্টগ্রাম -১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাড. সাইফুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ মীরসরাই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যটর্নি জেনারেল এ্যাড. সাইফুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত করে গড়তে হলে তাদের প্রতিদিনের রুটিন ক্লাস ও পাঠ্য বইয়ের এর পাঠদানের পাশাপাশি অবশ্যই কো-কারিকুলাম এক্টিভিটিজের অংশ হিসেবে মাঝে মাঝে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে তাদের আত্ম গঠনের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা দেওয়া প্রয়োজন।
সেই ক্যাম্পেনিংয়ের অংশ হিসেবে আজ ১৩ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) গিয়েছিলেন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্তর্গত নিজামপুরে অবস্থিত সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ে। সেখানে প্রশ্নগুলো বরাবরের মতো পুরাতন হলেও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছিলো নতুন, বিজয়ীও নতুন।
এসময় ডেপুটি এ্যটর্নি জেনারেল বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে সকল প্রশ্নগুলো করেন -মীরসরাইয়ের ১নং ও ১৬নং ইউনিয়নের নাম কি? এমপি’র পূর্ণরূপ কী? ৮ সংখ্যাটিকে আর কতভাবে লিখা যায়? আমার সেনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর পরবর্তী লাইনদুটি কী? এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি এর পরবর্তী লাইন সুর করে কে পারবে? মীরসরাই উপজেলার পৌরসভা কয়টি ও নাম কী? ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মীরসরাই থেকে চট্টগ্রামে যাওয়ার পথে প্রথম উপজেলার নাম কি?
এসময় উক্ত অনুষ্ঠানে এসকল প্রশ্নের উত্তর দিয়ে এবারের ক্যাম্পেইনে বিজয়ী হলো যারা, তাদের নাম যথাক্রমে – মিনহাজ উদ্দিন, অনুরাধা, হাসনাত হোসাইন, সাজিদ হোসাইন, রাসেল চৌধুরী।
এ সময় উক্ত শিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ. প্রধান শিক্ষক, প্রত্যেক শ্রেণির উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সহ পাঠদানরত বিষয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ প্রমুখ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















