চট্টগ্রাম 1:14 am, Saturday, 13 September 2025

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারে ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

‎১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা গোলাম সরওয়ার (৪২), তার তিন বছরের কন্যা মুসকান এবং গোলাম সরওয়ার প্রতিষ্ঠানের কর্মচারী মো. সাগর (৩০)।

‎আহতরা হলেন—গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের পাবনার টেক আক্কাস আল মার্কেট এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন গোলাম সরওয়ার।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দ্রুতগামী অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’

‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকার চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারে ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারে ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

Update Time : 10:17:44 pm, Friday, 12 September 2025

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

‎১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা গোলাম সরওয়ার (৪২), তার তিন বছরের কন্যা মুসকান এবং গোলাম সরওয়ার প্রতিষ্ঠানের কর্মচারী মো. সাগর (৩০)।

‎আহতরা হলেন—গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের পাবনার টেক আক্কাস আল মার্কেট এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন গোলাম সরওয়ার।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দ্রুতগামী অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’

‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকার চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।