চট্টগ্রামের মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভার জামালপুরস্থ শান্তিরহাট বাজারের দক্ষিণে একটি পুকুর থেকে অটোরিকশা চালক মোহাম্মদ জিয়া (৪৮) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছিল।
নিহতের পরিবার ও পুলিশ ধারণা করছেন, অসুস্থতার কারণে দুর্ঘটনা ঘটেছে। জিয়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের মন্দা এলাকার হলেও মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়া এলাকার তাহের ছাদেক মিয়ার বাড়িতে বসবাস করতেন। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। । গত ১১ নভেম্বর সকালে ঘর থেকে বের হওয়া জিয়া আর ফিরে আসেননি। স্থানীয়রা জানান, তিনি পুকুরের পাড়ে লাকড়ী তুলতে গিয়েছিলেন এবং মৃগী রোগে আকস্মিক আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যেতে পারেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানিয়েছেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















