চট্টগ্রাম 10:11 pm, Saturday, 2 August 2025

মীরসরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেল ক্ষুদ্র নৃগোষ্ঠী’র ১০ শিক্ষার্থী

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ১০জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে দেয়া হলো সাইকেল।

সোমবার (৮ জুলাই) সকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলার ২টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী পাড়ার ১০ জন ছাত্রীকে সাইকেল দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সাংসদ মাহবুব উর রহমান রুহেল, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন,মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরীসহ প্রমুখ।

উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের কালাপানি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ার নবম শ্রেণীর ছাত্রী রীতা রানি ত্রিপুরা বলেন, আমি প্রতিদিন কালাপানি পাহাড়ি এলাকা থেকে ফটিকছড়ি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করি। প্রায় ৭ কিলোমিটারে আমার প্রতিদিন খরচ হয় প্রায় ১২০ টাকা। আমার বাবা সামচন্দ্র ত্রিপুরা একজন কৃষক। প্রতিদিন টাকা দিতে না পারায় নিয়মিত বিদ্যালয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। এখন প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেয়ে আমি নিয়মিত বিদ্যালয়ে যেতে পারবো।

যারা সাইকেল পেল – বধুলক্ষী ত্রিপুরা, রীতা রানী ত্রিপুরা, ফুলমালা ত্রিপুরা, রুমা ত্রিপুরা, খোকন লক্ষী ত্রিপুরা, সঞ্জীতা মালা ত্রিপুরা, কল্পনা রানী ত্রিপুরা, রাখাল লক্ষী ত্রিপুরা, ললিতা ত্রিপুরা, ও যমুনা ত্রিপুরা।

জানা যায় , ক্ষুদ্র-নৃগোষ্ঠি পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে হওয়ায় আদিবাসি শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না। এছাড়া অনেক শিক্ষার্থী আর্থিক অনটনে মাঝ পথে ঝরে পরে। তাই ক্ষুদ্র-নৃগোষ্ঠি জাতিকে শিক্ষামুখী করতে প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে শিক্ষার্থীদের সাইকেল ও আর্থিক অনুদান দেয়া হয়েছে ।

ফটিকছড়ি হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী রুমা ত্রিপুরা বলেন, আমি প্রতিদিন করেরহাট ইউনিয়নের কয়লা এলাকা থেকে হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে পড়তে যাই। এতে আমার প্রতিদিন খরচ হয় প্রায় ৯০ টাকা। প্রধানমন্ত্রী সাইকেল দেয়ায় আমার প্রতিদিনের ভাড়া সঞ্চয় হবে। এখন থেকে আমি সাইকেল চালিয়ে কলেজে যাবো।

উপজেলা আদিবাসি ফোরামের সভাপতি শুভ কুমার ত্রিপুরা জয় বলেন, আমরা ক্ষুদ্র-নৃগোষ্ঠি জাতিরা পাহাড়ে বসবাস করায় অনেকে পড়া লেখার সুযোগ থেকে বঞ্চিত। তারা অনেক পথ বেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চায় না। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র-নৃগোষ্ঠি শিক্ষার্থীদের সাইকেল ও আর্থিক অনুদান দেয়ায় অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।

উপজেলা ক্ষুদ্র-নগোষ্ঠি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরি ত্রিপুরা বলেন, উপজেলা ক্ষুদ্র-নৃগোষ্ঠি পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে। তাই পাড়া ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে চায় না। প্রধানমন্ত্রী উপহারের সাইকেল পেয়ে পাড়া শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে উপজেলার ১০জন আদিবাসী ছাত্রীকে সাইকেল দেয়া হয়েছে। এছাড়া আদিবাসী পাড়ার শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে প্রধানমন্ত্রী তহবিল থেকে। এবা র তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সহজ সুযোগ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লেখক ও গবেষক শাহ আলম নিপু’র মৃত্যুতে বিএনপি নেতা শাহীদ চৌধুরীর শোক

মীরসরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেল ক্ষুদ্র নৃগোষ্ঠী’র ১০ শিক্ষার্থী

Update Time : 03:02:39 pm, Tuesday, 9 July 2024

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ১০জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে দেয়া হলো সাইকেল।

সোমবার (৮ জুলাই) সকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলার ২টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী পাড়ার ১০ জন ছাত্রীকে সাইকেল দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সাংসদ মাহবুব উর রহমান রুহেল, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন,মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরীসহ প্রমুখ।

উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের কালাপানি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ার নবম শ্রেণীর ছাত্রী রীতা রানি ত্রিপুরা বলেন, আমি প্রতিদিন কালাপানি পাহাড়ি এলাকা থেকে ফটিকছড়ি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করি। প্রায় ৭ কিলোমিটারে আমার প্রতিদিন খরচ হয় প্রায় ১২০ টাকা। আমার বাবা সামচন্দ্র ত্রিপুরা একজন কৃষক। প্রতিদিন টাকা দিতে না পারায় নিয়মিত বিদ্যালয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। এখন প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেয়ে আমি নিয়মিত বিদ্যালয়ে যেতে পারবো।

যারা সাইকেল পেল – বধুলক্ষী ত্রিপুরা, রীতা রানী ত্রিপুরা, ফুলমালা ত্রিপুরা, রুমা ত্রিপুরা, খোকন লক্ষী ত্রিপুরা, সঞ্জীতা মালা ত্রিপুরা, কল্পনা রানী ত্রিপুরা, রাখাল লক্ষী ত্রিপুরা, ললিতা ত্রিপুরা, ও যমুনা ত্রিপুরা।

জানা যায় , ক্ষুদ্র-নৃগোষ্ঠি পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে হওয়ায় আদিবাসি শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না। এছাড়া অনেক শিক্ষার্থী আর্থিক অনটনে মাঝ পথে ঝরে পরে। তাই ক্ষুদ্র-নৃগোষ্ঠি জাতিকে শিক্ষামুখী করতে প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে শিক্ষার্থীদের সাইকেল ও আর্থিক অনুদান দেয়া হয়েছে ।

ফটিকছড়ি হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী রুমা ত্রিপুরা বলেন, আমি প্রতিদিন করেরহাট ইউনিয়নের কয়লা এলাকা থেকে হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে পড়তে যাই। এতে আমার প্রতিদিন খরচ হয় প্রায় ৯০ টাকা। প্রধানমন্ত্রী সাইকেল দেয়ায় আমার প্রতিদিনের ভাড়া সঞ্চয় হবে। এখন থেকে আমি সাইকেল চালিয়ে কলেজে যাবো।

উপজেলা আদিবাসি ফোরামের সভাপতি শুভ কুমার ত্রিপুরা জয় বলেন, আমরা ক্ষুদ্র-নৃগোষ্ঠি জাতিরা পাহাড়ে বসবাস করায় অনেকে পড়া লেখার সুযোগ থেকে বঞ্চিত। তারা অনেক পথ বেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চায় না। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র-নৃগোষ্ঠি শিক্ষার্থীদের সাইকেল ও আর্থিক অনুদান দেয়ায় অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।

উপজেলা ক্ষুদ্র-নগোষ্ঠি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরি ত্রিপুরা বলেন, উপজেলা ক্ষুদ্র-নৃগোষ্ঠি পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে। তাই পাড়া ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে চায় না। প্রধানমন্ত্রী উপহারের সাইকেল পেয়ে পাড়া শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে উপজেলার ১০জন আদিবাসী ছাত্রীকে সাইকেল দেয়া হয়েছে। এছাড়া আদিবাসী পাড়ার শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে প্রধানমন্ত্রী তহবিল থেকে। এবা র তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সহজ সুযোগ হবে।