চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবক নিহতের প্রতিবাদে ও ফুট ওভারব্রিজের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসা, স্কুল শিক্ষার্থীরা ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) সকালে বড়তাকিয়া জাহেদিয়া মাদ্রাসার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বরাবরে স্মারকলিপি পেশ করেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় সমাজকর্মীবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী ও রাজনৈতিক নেতারা বলেন, মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রনের জন্য নির্দিষ্ট বাহিনী রয়েছে। সড়ক আইন রয়েছে। কিন্তু সড়কে যানচলাচল অনিয়ন্ত্রিত এবং আইন কেউ পালন করছেনা। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেছে প্রতিদিন মূল্যবান প্রাণহানি ঘটছে। পঙ্গুত্ব বরণ করছে মূল্যবান জিবন। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন দেশের পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিপদগ্রস্ত হচ্ছে।
এছাড়া শিক্ষার্থীদের দাবি দুর্ঘটনা স্থান দিয়ে প্রতিদিন কয়েকহাজার মাদ্রাসা শিক্ষার্থী মাজার ভক্ত ও মসজিদের মুসল্লিরা যাতায়াত করেন। গত কয়েকমাস আগেও একই স্থানে একজন স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সর্বশেষ বুধবারের সড়ক দুর্ঘটনায় একজন মাদ্রাসা শিক্ষার্থী ও একজন শিক্ষার্থীর পিতা নিহত হয়েছেন। এছাড়া আরো দুই শিক্ষার্থী সহ চার জন আহত হয়েছেন। তাই অনতিবিলম্বে এই স্থানে একটি প্রসস্থ ফুটওভারব্রিজ নির্মাণের দাবি তোলা হয়।
মানববন্ধন শেষে মাদ্রাসা সুপার মাওলানা আলাউদ্দিনের নেতৃত্বে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। মাওলানা আলাউদ্দিন বলেন, আমাদের মাদ্রাসার প্রায় দেড় হাজার শিক্ষার্থী এই সড়ক পার হয়ে মাদ্রাসায় চলাচল করতে হয়। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে একটি ফুটওভারব্রিজ নির্মাণ, মহাসড়কে জেব্রাক্রসিং, মাদ্রাসা গেইটের সামনে থেকে সিএনজি অপসারণ, বাস স্টেশন স্থানান্তর ও ট্রাফিক পুলিশ নিয়োগ সহ ৫ দফা দাবিতে আমাদের আজকের মানববন্ধন কর্মসূচি পরবর্তী স্মারকলিপি পেশ করেছি।
স্মারকলিপি হাতে পেয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোমাইয়া আক্তার আস্বস্ত করে বলেন, একজন পিতা অত্যন্ত কষ্ট করে তার সন্তান কে ১৫ বছর সেবাযত্ন করে বড় করেছেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় সেই সন্তানকে জিবন দিতে হয়েছে। তাই আর যাতে কারো কলিজার টুকরা এভাবে চলে না যায় তাই দূর্ঘটনা স্থলে যাতে অতিদ্রুত একটি ফুটওভারব্রিজ স্থাপন করা হয় উর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করে সেই ব্যবস্থা নেয়া হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















