‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার ক্রীড়াপ্রেমীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী’।
শুক্রবার (২৮ জুন) বিকালে আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই দিনব্যাপী এই খেলায় ফাইনালে প্রতিদন্ধিতা করেন দুই চির প্রতিদ্বন্দ্বী দল কর্ণফুলী ফুটবল একাদশ বনাম যমুনা ফুটবল একাদশ। এতে কর্ণফুলী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেন যমুনা ফুটবল একাদশ। সহস্রাধিক ফুটবল আমোদী দর্শকের উপস্থিতিতে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কবির আহমদ নিজামী, মিরসরাই সমিতি চট্টগ্রাম’র সাবেক সভাপতি এম তাহের আহমদ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুচ্ছাপা নয়ন, সাবেক সভাপতি ওমর ফারুক, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান প্রমুখ।
খেলা শেষে মীরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, পড়াশোনা ও সুস্বাস্থ্যের জন্য মাদক থেকে বিরত থাকতে হলে আমাদের খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি খেলোয়াড়দের আশ্বস্ত করে বলেন, আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে খেলোয়াড়দের বল, বুট, জার্সিসহ সব ধর খেলার সামগ্রী দেয়ার চেষ্টা করছি।
খেলার পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণীর রেফারি আবু নছর, কমিটি পরিচালক সাইফুল ইসলাম রোহান, তাইজুল ইসলাম ও আসিফ।
খেলা শেষে উভয়দলকে উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র পষ থেকে বিভিন্ন ফলজ-বনজ ও ঔষধি গাছ প্রদান করেন সংগঠনটির সদস্যরা। এছাড়া সংগঠনটির সদস্যরা খেলার শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।