চট্টগ্রামের মীরসরাই করেরহাট রেঞ্জের করেরহাট সদর বিটে যৌথ অভিযানে সংরক্ষিত বনে বালি উত্তোলনের অপরাধে ৬টি ড্রেজার মেশিন ও ৬০০ ফুট পাইপ ধ্বংশ করা হয়েছে ।
অভিযান পরিচালনা করেন, মো: সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মিরসরাই এবং মোহাম্মদ হারুন অর রশীদ, সহকারী বন সংরক্ষক, করেরহাট।
করেরহাট ও মিরসরাই রেঞ্জে বিভিন্ন বন বিটের কর্মকর্তা কর্মচারী এবং ধুমঘাট চেক স্টেশনের টহল দল। অভিযানের সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।
এস এম কায়চার, বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক তত্বাবধানে বন অপরাধ দমনের লক্ষ্যে চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে অন্যান্য দিনের ন্যায় অদ্য ২৪/০৬/২০২৫ খ্রি: বেলা ১১:৩০ ঘটিকার সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগ অধিক্ষেত্রাধীন করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের রামগড়–সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার দক্ষিন ঘেড়ামারা চিকনছড়া ও লক্ষীছড়া নামক এলাকায় বন বিভাগ, মিরসরাই উপজেলা প্রশাসন ও জোঁরারগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থল হতে বালি উত্তোলনের সময় ০৬ টি ড্রেজার মেশিন ও আনু: ৬০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
আসামীরা খবর পেয়ে আগেই ঘটনাস্থল ত্যাগ করায় তাদের হাতে নাতে ধৃত করা সম্ভব হয়নি।তবে আসামী সনাক্ত পূর্বক পি,ও,আর বন মামলা দাখিল করার কাজ পক্রিয়াধীন রয়েছে।
মামলার আলামত হিসেবে ড্রেজারের অংশ বিশেষ সংরক্ষণ করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা সফল অভিযান পরিচালনার জন্য সহকারী কমিশনার (ভূমি) মিরসরাই ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পাশাপাশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন