চট্টগ্রামের মীরসরাইয়ে বসত বাড়ীতে অবৈধভাবে প্রবেশ করে জায়গা পরিমাপ ও স্থাপনা দিয়ে জবর দখলের প্রতিবাদে ভুক্তভোগী নারী প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী সাবরিন তাহছিনা বলেন, জোরারগঞ্জ থানাধীন পূর্ব হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর এলাকার জনৈক রেদোয়ানুল হক সোহাগ ও আজম খাঁন অজ্ঞাত লোকজন নিয়ে জমি পাবে বলে গত বৃহস্পতিবার বিকালে জোর পূর্বক বাড়ীর সীমানা প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর জমি পরিমাপ করে খুঁটি গেঁথে যায়। এর প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করার জন্য উদ্ধত হয় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এই অবৈধ দখলদার থেকে জমি উদ্ধার ও নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে বিচার দাবী করেন।
এসময় তিনি আরো বলেন, তারা জায়গা পাবে বলে বারইয়ারহাট পৌরসভায় অভিযোগ করেন। অভিযোগ মীমাংসা হওয়ার পূর্বে তারা জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। এঘটনার বিচার চেয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাবরিন তাহসিনার স্বামী কাজী জাকের। এদিকে অভিযোগের বিষয় জানতে চাইলে আজম খান বলেন, আমরা জায়গা পাবো তাই পরিমাপ করার জন্য গিয়েছিলাম। কাউকে হুমকি ধমকি প্রদান করা হয়নি।
এবিষয়ে জানতে চাইলে, জোরারগঞ্জ থানার এএসআই দিদার হাওলাদার বলেন, আমি অভিযোগ পেয়েছি। বাদীর সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।