আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মীরসরাই পৌর সদরে ৫নং ওয়ার্ডের মিয়া বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সভাপতি অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, মীরসরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মীরসরাই পৌরসভার সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম পারভেজ, মীরসরাই পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকবর বাদশা, হারুন উর রশীদ, রুহুল আকতার, শেখ আহম্মদ, ছাদেক হোসেন, আবুল কালাম, মোঃ রাব্বানী, লাতু, রবি,ইমরান হোসেন ইরান, সুমন,আ জ ম রানা, মহিলা দলের নেত্রী মৌসুমী আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।
সভা শেষে আসন্ন নির্বাচনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















