মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (২২) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন স্থানীয় ৭নং ওয়ার্ডের মালবাড়ির আলী আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
নিহতের ছোট ভাই রিয়াদ হোসেন বলেন, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে বাইরে যায় আমজাদ। এই সময় রিকশার ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার স্ত্রী দেখতে পান, সে রিকশার পাশে পড়ে আছে। চিৎকার শুনে আমরা গিয়ে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাই। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুটি অবুঝ কন্যা সন্তান রয়েছে।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, আজ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিকশা চালকের মৃত্যু
-
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- Update Time : 07:32:44 pm, Thursday, 24 July 2025
- 6 Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
Tag :
জনপ্রিয় সংবাদ