চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা মীরসরাই মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত উক্ত সম্মেলনে মীরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নূরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মোশাররফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মো. লুৎফর রহমান। শুরুতে অনুষ্ঠানে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মামুন এর দারসুল কুরআন মাধ্যমে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন উপজেলা সভাপতি নূরুল ইসলাম টিটু।
এসময় বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি ইউছুফ বিন আবুবকর, আদর্শ শিক্ষক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ নূরুন নবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীর মাওলানা নূরুল কবীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোরারগঞ্জ থানার সভাপতি মো. আবু তাহের, জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভা আমীর মাওলানা শিহাব উদ্দিন, মীরসরাই শহর সাথী শাখা শিবির সভাপতি মো. শাকিব, ইসলামী ছাত্র শিবিরের চবি শিক্ষা সম্পাদক আফনান প্রমুখ।
বক্তারা মীরসরাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সম্মেলনে বলেন,
শ্রমিকরা হলেন এক দেশের প্রাণ, জীবনীশক্তি। তাদের ছাড়া কোনো দেশ নিজেদের শিল্পে উন্নতি অসম্ভব। সকল মানুষের সকলকেই জাতীয় ঐক্য সৃষ্টি ও শিল্পোন্নত দেশ গড়ার কাজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের আরো দায়িত্বশীল ও কর্মীদের কাজে উদ্ভুদ্ধ করেন।