চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার দুই শিক্ষার্থী। ঘটনাস্থলে নিহত হয়। এতে আহত হয় আরো দুই শিক্ষার্থী৷
শুক্রবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাওছার (১৪)৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কিছু বাইক রাইডার মোটরসাইকেল যোগে ফেনীতে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়দুয়ারি এলাকায় মাদরাসার শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল (ফেনী-ল ১১-২৫৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এসময় আহত মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫) উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে চিকিৎসা শেষে । পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রতক্ষ্যদর্শী অনিক জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার পর ঘটনাস্থলেই চার জন আহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে দুই জন মৃত্যু খবর নিশ্চিত হয়।
রেডিয়েন্স হাসপাতালের কর্তবরত চিকিৎসক বলেন , সড়ক দুর্ঘটনায় দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : জাকির রব্বানী বলেন, মীরসরাইয়ের নয়দুয়ারি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায়, দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















