চট্টগ্রাম 2:26 pm, Tuesday, 22 July 2025

মীরসরাইয়ে হরিহরপুর গ্রামে ২৮তম অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব ও চক্ষু শিবির অনুষ্ঠিত

মীরসরাই উপজেলার ৮নং দুগাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের হরিহরপুর শিব মন্দির কমিটির উদ্যোগে বাৎসরিক ২৮তম সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহোৎসব শুরু হয়েছে।

১ মার্চ (শুক্রবার ) বিকেলে ৩ দিনব্যাপী নাম সংকীর্তন মহোৎসব বাবু সমীর দেব কালু গীতাপাঠেরে মাধ্যমে শুরু হয়েছে। উক্ত নাম সংকীর্তন মহোৎসব নামসূধা পরিবেশন করেন খুলনার জয়গরু সম্প্রদায়, গোপালগঞ্জের রায় রসরাজ সম্প্রদায়, ফিরোজপুরের পুষ্পমালা সম্প্রদায় এবং নোয়াখালীর বিবেকান্দ সম্প্রদায়।

হরিহরপুর শিব মন্দির কমিটির সভাপতি আশীষ দেব টিপু জানান, বিশ্ব শান্তি মানব কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতিবছরের ন্যায় বিগত ২৭ বছর যাবৎ সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হরিহরপুর শিব মন্দির কমিটির এই মহোৎসবকে ঘিরে গ্রামের মাঠে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারীপূরুষ ভক্তবৃন্দের পদভাবে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় ভরপুর হয়ে থাকে।

২৮তম সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহোৎসবে উপস্হিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, দুর্গাপুর ইউনিয়নের সভাপতি ফরিদ আহাম্মদ আরজুর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, হরিহরপুর শিব মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক উত্তর কুমার সেন, সহ-সাধারণ সম্পাদক পলাশ দাশ, সহ- সাংগঠনিক সম্পাদক রুবেল মজুমদারসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও হরিহরপুর গ্রামবাসী।

উক্ত অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব উপলক্ষেহরিহরপুর সার্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদেরর আয়োজনে হরিহরপুর শিব মন্দির পরিচালনা কমিটি সহযোগিতায়
রিজিয়া আই কেয়ার এন্ড অপটিক্স সৌজন্যে
বিনামূল্যে চক্ষু শিবির প্রায় ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রধান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গার্ড অব অনার ছাড়াই সাবেক ইসি বীর মুক্তিযোদ্ধা ডিসি মোবরকের দাফন

মীরসরাইয়ে হরিহরপুর গ্রামে ২৮তম অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব ও চক্ষু শিবির অনুষ্ঠিত

Update Time : 07:19:58 pm, Friday, 1 March 2024

মীরসরাই উপজেলার ৮নং দুগাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের হরিহরপুর শিব মন্দির কমিটির উদ্যোগে বাৎসরিক ২৮তম সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহোৎসব শুরু হয়েছে।

১ মার্চ (শুক্রবার ) বিকেলে ৩ দিনব্যাপী নাম সংকীর্তন মহোৎসব বাবু সমীর দেব কালু গীতাপাঠেরে মাধ্যমে শুরু হয়েছে। উক্ত নাম সংকীর্তন মহোৎসব নামসূধা পরিবেশন করেন খুলনার জয়গরু সম্প্রদায়, গোপালগঞ্জের রায় রসরাজ সম্প্রদায়, ফিরোজপুরের পুষ্পমালা সম্প্রদায় এবং নোয়াখালীর বিবেকান্দ সম্প্রদায়।

হরিহরপুর শিব মন্দির কমিটির সভাপতি আশীষ দেব টিপু জানান, বিশ্ব শান্তি মানব কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতিবছরের ন্যায় বিগত ২৭ বছর যাবৎ সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হরিহরপুর শিব মন্দির কমিটির এই মহোৎসবকে ঘিরে গ্রামের মাঠে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারীপূরুষ ভক্তবৃন্দের পদভাবে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় ভরপুর হয়ে থাকে।

২৮তম সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মহোৎসবে উপস্হিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, দুর্গাপুর ইউনিয়নের সভাপতি ফরিদ আহাম্মদ আরজুর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, হরিহরপুর শিব মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক উত্তর কুমার সেন, সহ-সাধারণ সম্পাদক পলাশ দাশ, সহ- সাংগঠনিক সম্পাদক রুবেল মজুমদারসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও হরিহরপুর গ্রামবাসী।

উক্ত অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব উপলক্ষেহরিহরপুর সার্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদেরর আয়োজনে হরিহরপুর শিব মন্দির পরিচালনা কমিটি সহযোগিতায়
রিজিয়া আই কেয়ার এন্ড অপটিক্স সৌজন্যে
বিনামূল্যে চক্ষু শিবির প্রায় ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রধান করা হয়।