চট্টগ্রামের মীরসরাই পৌরসভা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকালে মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মাসুমে নেতৃত্বে পৌরসদর এলাকায় বিক্ষোভ শেষে মহাসড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরু উদ্দিন রাজু ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ এবং ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নূর খাঁন,৭ নং ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোহাম্মদ তামিম।
এতে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা ছাত্রদল যুগ্ম আহবায়ক তানজীম আহমেদ সজীব,যুগ্ম আহবায়ক জাহেদ হোসেন,যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাকিল।
বক্তারা বলেন, অতিসম্প্রতি পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে। দেশব্যাপী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন বেশে নৈরাজ্য করছে। বিভিন্ন দাবী নিয়ে তারা ভিন্ন ভিন্ন ব্যানারে নৈরাজ্যের পায়তারা করছে। হুসিয়ার করে বলেন কোন সন্ত্রাস নৈরাজ্য ছাত্র জনতা মেনে নেবেনা। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁত ভাংগা জবাব দেওয়া হবে। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার ক্ষমতায় আসার রেকর্ড নাই। সুতরাং দিবা স্বপ্ন দেখে লাভ নেই। টাকা পাচারকারী, ব্যাংক লুটকারী, ভোট ডাকাত, ক্ষমতালিপ্সু, স্বৈরাচারের সুবিধাভোগী অপরাধীদের বিচারের পর রাজনীতি করতে পারবে, তার আগে নয়।