চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে উপজেলা বিএনপি, বারিয়ারহাট পৌর বিএনপি ও মীরসরাই পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বারিয়ার হাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি সভাপতিত্বে মীরসরাই পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো: মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন,বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মীরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারিয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কামরান সরোয়ারদী, বিএনপি নেতা মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাজাহার চৌধুরী, রফিকুল ইসলাম, আজিজুল হক, ইমাম হোসেন বাবলু, ইয়াসিন মিজান, গোলাম জাকারিয়া, রোমান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল আল নোমান, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন, ছাত্রদল নেতা নাঈম সরকারসহ প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
বিএনপি একটি সুশৃঙ্খল দল। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে কেউ কোথাও খারাপ অভিযোগ করতে পারবেনা। কোন প্রোপাগান্ডা জাতীয়তাবাদী দলের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ঠেকাতে পারবেনা। জনগনের দলে বিএনপি দেশের স্বার্থে যে কোন অপশক্তি রুখে দিবে।