চট্টগ্রামের মিরসরাই উপজেলা মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঘাদিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এম. হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিগত ১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসন থেকে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচীব জনাব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আলমগীরসহ প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী বাকশালীর দু:শাসনে এদেশের জনগন নিষ্পেষিত হয়েছে। এদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। জনগণকে সচেতন থাকতে হবে যাতে এইসব জুলুমবাজ স্বৈরশাসক আর কোন দিন মাথা তুলে দাঁড়াতে না পারে।