সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হীরাপাড়া মসজিদ থেকে সামান্য পূর্বে হীরার গৌ রাস্তার সংলগ্ন হাসানের ঘরে গতকাল রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একেবারে বসবাসের অনুপযোগী ঘরে চোরের দল দরজা কেটে প্রবেশ করে ঘরে থাকা নগদ ২২ হাজার ৫০০ টাকা, আটআনা ওজনের স্বর্ণ, সৌরবিদ্যুত ব্যাটারি সহ আশি হাজার টাকার মালামাল নিয়ে যায়।
হাসানের স্ত্রী শাহেদা বেগম জানান গত ৫ বছর আগে আমার স্বামী অনেক কষ্ট করে অন্যর অব্যবহারকৃত ভাঙা ঘর কিনে কোন রকম বসবাস করে আসছি, আমার স্বামী চট্টগ্রাম গাড়ি চালায় গতকাল রাতে চোর প্রবেশ করে সব কিছু নিয়ে যায়, এখন চারটি বাচ্চা নিয়ে আমি অসহায় ভাবে দিন পার করছি।