বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজনে উড়িরচর ইউনিয়নে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আমীর এবং চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত প্রার্থী জননেতা মুহাম্মদ আলা উদ্দিন সিকদার।
সমাবেশে সভাপতিত্ব করেন উড়িরচর ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাহাব উদ্দীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানব জীবনের সবচেয়ে মূল্যবান সময় যৌবনকাল। এই সময়েই মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে অথবা ধ্বংসের পথে ধাবিত হতে পারে। যুবকদের উচিত নিজেদের বিবেককে জাগ্রত রাখা, ন্যায়ের পথে নিজেকে উৎসর্গ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা।”
তিনি আরও বলেন, “আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন— যুবক ও বৃদ্ধ সবাইকে আল্লাহর পথে জিহাদে আত্মনিয়োগ করতে। আজকের যুব সমাজকেই আগামীর নেতৃত্ব দিতে হবে। তাদের প্রতিজ্ঞা ও সাহসিকতায়ই দেশের পরিবর্তন সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দিন সিরাজী, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সবুর খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, ইসলামী আন্দোলন উড়িরচর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মাইন উদ্দিন, ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড থানা শাখার অফিস সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন এবং উড়িরচর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ সাইমুন হোসাইন ইমন।