চট্টগ্রাম 8:25 pm, Tuesday, 21 October 2025

যুব উন্নয়ন অধিদপ্তরের অনুদান পেলো হিতকরী যুব সংঘ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতকরী যুব সংঘ’ ২০২৪-২০২৫ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অনুদানের চেক গ্রহণ করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কাজী আলিম উদ্দিন জীবনের কাছ থেকে সংগঠনটির নেতৃবৃন্দ এই চেক গ্রহণ করেন।

চেক গ্রহণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী পরিচালক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, সভাপতি জহির উদ্দিন রনি।

সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি জানান, সরকার থেকে আমরা আজ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেছি। সরকারি এই অনুদান সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ সহায়তা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় হবে এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করতে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হিতকরী যুব সংঘ শুরু থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সমাজের ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ‘হিতকরী পাঠগৃহ’ প্রকল্প, সুবিধাবঞ্চিতদের জন্য খাদ্য সহায়তা ও ইফতার, আগুনে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্য, জেলেপাড়ার বিচার থেকে বঞ্চিত মানুষদের ন্যায়বিচার পাইয়ে দেওয়া, মানসিক রোগীদের সেবা ও চিকিৎসার ব্যবস্থা— এসব কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সচেতনতামূলক প্রচারণা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি কোচিং, কুইজ প্রতিযোগিতা আয়োজন, করোনা মহামারির সময় কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য বিতরণ, এবং রমজান মাসে অসচ্ছল পরিবারের জন্য ইফতার সামগ্রী প্রদান— এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে নকল আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

যুব উন্নয়ন অধিদপ্তরের অনুদান পেলো হিতকরী যুব সংঘ

Update Time : 07:36:45 pm, Tuesday, 21 October 2025

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতকরী যুব সংঘ’ ২০২৪-২০২৫ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অনুদানের চেক গ্রহণ করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কাজী আলিম উদ্দিন জীবনের কাছ থেকে সংগঠনটির নেতৃবৃন্দ এই চেক গ্রহণ করেন।

চেক গ্রহণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী পরিচালক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, সভাপতি জহির উদ্দিন রনি।

সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি জানান, সরকার থেকে আমরা আজ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেছি। সরকারি এই অনুদান সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ সহায়তা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় হবে এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করতে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হিতকরী যুব সংঘ শুরু থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সমাজের ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ‘হিতকরী পাঠগৃহ’ প্রকল্প, সুবিধাবঞ্চিতদের জন্য খাদ্য সহায়তা ও ইফতার, আগুনে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্য, জেলেপাড়ার বিচার থেকে বঞ্চিত মানুষদের ন্যায়বিচার পাইয়ে দেওয়া, মানসিক রোগীদের সেবা ও চিকিৎসার ব্যবস্থা— এসব কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সচেতনতামূলক প্রচারণা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি কোচিং, কুইজ প্রতিযোগিতা আয়োজন, করোনা মহামারির সময় কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য বিতরণ, এবং রমজান মাসে অসচ্ছল পরিবারের জন্য ইফতার সামগ্রী প্রদান— এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।