বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি জেলার পূজামণ্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির মিনিস্ট্রিয়াল ক্লাবে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নন্দিতা দাশ। এসময় রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, জেলা ও বিভিন্ন উপজেলার মঠ ও মন্দিরের প্রতিনিধি, বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা, পূজা মন্ডপ পর্যবেক্ষক কমিটি গঠন এবং আর্থিক অনুদান প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।