চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাইর মোহাম্মদ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মাটির ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শনিবার বিকেল ৫টা রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা।
পুড়ে যাওয়া ঘরগুলো চাচাতো ভাই রফিক (৩০), মাসুদ (৩০) ও রেজাউল করিমের। রফিকের ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান প্রাথমিকভাবে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 














