চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার দু”জন আসামীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তারা হলেন মোহাম্মদ পারভেজ (৩৫), আশরাফ আলী সিকদার (২৪)। গতকাল বৃহস্পতিবার সকালে সরফভাটা সিপাহী পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত ১৩ নম্বর আসামী পারভেজ সম্প্রতি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মামা ফজলুল করিমকে গুলি চালিয়ে আহত করে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে সরফভাটা সিপাহী পাড়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পারভেজকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে সহযোগী আশরাফ আলী সিকদারকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অবৈধ অস্ত্রসহ দুজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।