রাঙ্গুনিয়ায় ভয়াবহ অ*গ্নিকাণ্ডে একটি বসতঘর পু*ড়ে গেছে। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ওয়াহেদ আকবর পাড়ার আব্দুল করিমের বসতঘরে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, আগুনে আব্দুল করিমের ছয় কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
এই ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 



















