রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে আসা বিভিন্ন কলেজের পরীক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের ৯০ দশক ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এইচ সুমন, কাজী মিজানুর রহমান, আনোয়ার শাহ ড্রাইভার, মো. ফারুক, কাজী আবুল কালাম, লালানগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, পোমরা ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সভাপতি মোহাম্মদ ইসমাইল, মরিয়ম নগর ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি জিয়া রাকিব, রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন সোহান, পোমরা ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাজিম, পৌরসভা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম জিসান, সিয়াম উদ্দীন আজাদ, মোহাম্মদ জানি, মোহাম্মদ সিহাব ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এরআগে আবু আহমেদ হাসনাতের উদ্যোগে রাঙ্গুনিয়া সরকারি কলেজে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মাঝেও শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণ করা হয়েছে।