“সবাই যদি থাকি এক হয়ে, মাদক যাবে দূর হয়ে” স্লোগানে রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদে আবু নাছের টিপু ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের খেলার মান বৃদ্ধি ও তাদের ক্রীড়ামুখী হিসেবে গড়ে তোলার লক্ষে প্রবাসী টিপু এই ফুটবল একাডেমীর শুভ সূচনা করেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় নবীন ও প্রবীণ খেলোয়াড়দের নিয়ে খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে এর জমকালো শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই ফুটবল একাডেমী করা হয়েছে। আমাদের আগামী প্রজন্মের যুবকেরা খেলাধুলায় মনোযোগী হলে তাদের মাদক থেকে দূরে থাকা সম্ভব। এই ফুটবল একাডেমীর সকল সদস্যদের অভিজ্ঞ কোচের মাধ্যমে ফ্রী’তে অনুশীলনের সুযোগ দেওয়া হবে। এতে করে এই এলাকায় শীঘ্রই দক্ষ ও ভাল মানের খেলোয়ার গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।
উদ্বোধন শেষে খেলোয়াড়দের মাঝে জার্সি, ফুটবলসহ নানা সরঞ্জাম বিতারণ করা হয়।