রাঙ্গুনিয়া উপজেলার লালানগর আরাফাত রহমান খোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এসপিআর স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ নিশ্চিন্তাপুর সান রাইজ ক্লাব। শুক্রবার (৪ জুলাই) রাতে শহীদ জিয়া লালানগর মডেল মাঠে টুর্নামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মালেক শাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এম এহছানুল হক এহসান। প্রধান মেহমান ছিলেন উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হোসেন মাসুদ, লালানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি এম এইচ সুমন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াছ কাঞ্চন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক রবিউল হাসান যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হাসান, যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব, রুখন প্রমুখ। শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এরআগে বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী আবু নাছের টিপু। এদিন সভাপতিত্বে করেন সোলাইমান হোসেন।