চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোগলের হাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, কিছু মাদক ব্যবসায়ী ও স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে এবং ব্যানার টাঙিয়ে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, “সর্বশেষ গত ২৬ জুলাই গভীর রাতে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমার নাম ও ছবি যুক্ত করে ব্যানার টাঙানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, ২০১৮ সালে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তোলা কিছু শুভেচ্ছা বিনিময়ের ছবিকে এখন বিকৃতভাবে উপস্থাপন করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। জাহাঙ্গীর আলম দাবি করেন, “আমি হোছনাবাদ ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়। ২০২১ সালে ইউপি সদস্য এবং ২০২২ সালে বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা নষ্ট করতে নানা ষড়যন্ত্র করছে।”
তিনি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে হোছনাবাদ ইউনিয়নের মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মোগলের হাট বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এজলাস মিয়া এবং সাধারণ সম্পাদক সালাহউদ্দিন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।