চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইটভাটার মাটিকাটার একটি গভীর গর্তে পড়ে রুমান (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত একটি ইটভাটায়।
নিহত রুমান ওই এলাকার আলাউদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও দীর্ঘ সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্পের পাশের একটি ইটভাটার মাটিকাটার গর্ত থেকে রুমানের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা যায়।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইটভাটাগুলোর খোলা ও ঝুঁকিপূর্ণ মাটিকাটার গর্ত শিশু ও সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তারা দ্রুত এসব গর্ত নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















