রাঙ্গুনিয়ার উপজেলায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরফভাটা জামেয়া ইসলামীয়া মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার আয়োজিত বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। এসময় তিনি ইসলামী দলগুলোকে ঐক্যের আহ্বান জানান।
ডাঃ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “আজকের এই পবিত্র মাহফিলে আপনাদের সামনে এসে আমি অত্যন্ত গর্বিত। ইসলামের শিক্ষা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যত। আমরা সবাই মিলে, আল্লাহর রহমতে, একটি উন্নত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে ও উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষত, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, যাতে তরুণ প্রজন্ম ইসলামের সঠিক শিক্ষা পায়, স্বাস্থ্য সেবা পায় এবং দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ইতিমধ্যে আমরা সরফভাটায় একটি ফ্রি স্বাস্থ্য কেন্দ্র চালু করেছি, যা ধীরে ধীরে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে সম্প্রসারণ করা হবে।”
এসময় ডাঃ রেজাউল করিম স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আজ আমরা যদি ইসলামী দলগুলো সবাই একসাথে কাজ করি, তাহলে আমাদের এলাকার প্রতিটি মানুষের জন্য উন্নয়ন সম্ভব হবে। আমি আপনাদের সহযোগিতা ও দোয়া চাই, যাতে আমরা একযোগে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।”
শেষে তিনি সরফভাটা বাজারে গনসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, মাওলানা ইসমাঈল, আরিফুল ইসলাম চৌধুরী মুরাদ, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম, রাশেদুল ইসলাম তালুকদার, সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















