রাঙ্গুনিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বেস্ট এজেন্ট আউটলেট শাখার এওয়ার্ড প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে লিচুবাগান ব্যাংকের শাখায় অনুষ্ঠিত হয়েছে। রেমিট্যান্স, ডিপোজিট, এ্যাকাউন্টস ওপেনিং ও এজেন্ট পারফরমেন্স এই চার ক্যাটাগরীতে এওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রেমিট্যান্স ও এ্যাকাউন্টস ওপেনিং এই দুই ক্যাটাগরীতে মুহাম্মদ শাহেদুল ইসলাম স্বত্বাধিকারী মোগলেরহাট এজেন্ট আউটলেট শাখা প্রথম স্থান অর্জন করে এবং বেস্ট এজেন্ট অব দ্যা ইয়ার নির্বাচিত হয়।
অন্যদিকে ডিপোজিট ক্যাটাগরীতে প্রথম হয় সরফভাটা এজেন্ট আউটলেট এবং এজেন্ট পারফরমেন্স ক্যাটাগরিতে প্রথম হয় গোচরা এজেন্ট আউটলেট।
এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাঙ্গুনিয়া শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ নঈম উদ্দিন, অপারেশন্স ম্যানেজার নুরুল আলম, উপশাখার ইনচার্জ হারুন অর রশিদ ও সকল এজেন্ট আউটলেটের স্বত্তাধিকারী বৃন্দ।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাঙ্গুনিয়া শাখার অধীনে উপজেলায় কাজ করছে ৮ টি এজেন্ট আউটলেট।