বেসরকারি এনজিও সংস্থা এওয়াক’র চাইল্ড ইম্পাউরমেন্ট প্রোগ্রামের আওতায় এবং লিলিয়ানী ফাউন্ডেশন এবং সিডিডির আর্থিক সহায়তায় রাঙ্গুনিয়ায় ভিন্নভাবে সক্ষম (প্রতিবন্ধী) শিশুদের সহায়ক উপকরণ হুইল চেয়ার ও চশমা এবং শিক্ষাবৃত্তি বাবদ কোচিং ফি বিতরণ করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। সঞ্চালনা করেন এওয়াকের কর্মকর্তা সঞ্জিত কুমার দাশ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীর অধিকার আদায় ও পড়াশোনা নিশ্চিতে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সচেতন হওয়ার আহবান জানান অতিথিবৃন্দ। শেষে কয়েকজন শিক্ষার্থীদের হুইলচেয়ার, প্রতিবন্ধী সহায়ক চশমা ও ত্রিশজন শিক্ষার্থীকে কোচিং ফি বাবদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।