রাঙ্গুনিয়া উপজেলায় গত শুক্রবার রাতেও পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০টাকায়। কিন্তু একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে ২২০ টাকা থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে শনিবার (০৯ জানুয়ারি) এমন চিত্র দেখা যায়। রাঙ্গুনিয়ায় পেঁয়াজের অস্বাভাবিক এমন দামে ক্ষুব্ধ ভোক্তারা।
রোয়াজারহাট খাজা স্টোর থেকে কিছুক্ষণ আগে পেঁয়াজ কিনেছেন এক ব্যক্তি। যার কাছ থেকে ২ কেজি পেঁয়াজ ৪০০টাকা দাম রেখেছে। রাতারাতি পিঁয়াজের এমন দ্বিগুণ দামে ক্ষুব্ধ হন তিনি।
ইদ্রিস নামে এক ব্যক্তি গতকাল রাতে ধামারইহাট বাজার থেকে পেঁয়াজ কেনেন ১৪০টাকা দিয়ে। আজ সকালে তিনি তার বড় ভাইয়ের জন্য পেঁয়াজ কিনতে এসে ২৪০ টাকা দাম শুনে হতবাক হন।
এদিকে ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের দাম বেড়েছে। রাতারাতি কিভাবে বেড়েছে এই প্রশ্নে তারা নিরব ভূমিকা পালন করেন।
এছাড়া চন্দ্রঘোনা, পোমরা, সরফভাটা, মোগলেরহাট, রাণীরহাট বাজারেও একই দৃশ্য। পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীদের এমন কারসাজিতে ক্ষুব্ধ ভোক্তারা। তারা অতিসত্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ইসমাইল হোসেন, রাঙ্গুনিয়া থেকে 



















