চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মধ্য রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া এলাকায় হারুয়ালছড়ি ইকোপার্ক সংলগ্ন পাহাড়ের টিলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রুবেল বলে জানা গেছে। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ধর্ষণ, মাদক,
সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিল। সম্প্রতি বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
জানা যায়, সন্ত্রাসী রুবেল হারুয়ালছড়ি ইকোপার্ক সংলগ্ন পাহাড়ের টিলায় মো. মোরশেদ (২৮) এবং মো. আজীম (৩০) নামে দুই সহযোগীসহ ভাড়া থাকতেন। মধ্য রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করলে রুবেলের দুই সহযোগী পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে রুবেলের বাম হাতে গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে গলার বাম পাশে জবাই করে, বাম হাতের কব্জির অর্ধেক অংশ ও অন্ডকোষ কেটে ফেলে। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”