রাঙ্গুনিয়া উপজেলায় মিথ্যা মামলা ও ভূয়া রিপোর্ট প্রদানের দায়ে মামলার বাদী এডভোকেট ফজল ও রাঙ্গুনিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সামনে মরিয়মনগর গাবতল ডিসি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হারুন অর রশীদ, মো. আলমগীর, ফরিদ মিয়া, ইদ্রিস তালুকদার, মো. খোকন, আজিম উদ্দিন লাভলু ,ডা: শাহ আলম, মো. হারুণ, জান্নাতুল ফেরদৌস, তারেক প্রমুখ।
মানববন্ধনে বক্তার বলেন, এডভোকেট ফজল জায়গা সংক্রান্ত বিষয়ে গত দুইমাস আগে তাদের পাশ্ববর্তী আলমগীর, ইদ্রিস ,রুবেল ও জান্নাতুল ফেরদৌসকে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাদাঁবাজের মামলা দেয়। পরে সে মামলার তদন্তে আসেন রাঙ্গুনিয়া থানার সাবেক এসআই উত্তম। তিনি তদন্ত শেষে রিপোর্ট দেয়ার আগে এডভোকেট ফজল তার উপর নারাজি দিয়ে তদন্তের দায়িত্ব এসআই মিজানকে দিতে বলেন। পরে এসআই মিজান আর্থিক লেনদেনের মাধ্যমে মামলার মিথ্যা রিপোর্ট প্রদান করেন। অতিসত্বর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেয়ার আহবান জানান বক্তারা।