বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূমিরখীল এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে বিএনপি’র ৩১ দফা রূপরেখার মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই পারে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।”
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের সময় তারা আসন্ন রাজনৈতিক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।