চট্টগ্রাম 10:02 pm, Sunday, 17 August 2025

রাঙ্গুনিয়ায় কলেজ ছাত্রকে গুলি, দুই মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত তরুণ, পরিবারের সংবাদ সম্মেলন

নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন রাঙ্গুনিয়ার কলেজ ছাত্র তাফহিমুল ইসলাম তানিক (১৮)। হঠাৎ ইফতেখার (১৮) নামে এক তরুণ অস্ত্রহাতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বুকে গুলি করে পালিয়ে যায়৷ উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই মাস অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছেন আহত তানিকুল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আহত তরুণের পিতা জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত তরুণ ইফতেখারকে গ্রেফতারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন আহতের দুই চাচা রহিম উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াস।

জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতাখোলা এলাকায় বাড়ির কাছে নদীর পাড়ে বসে দুই বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলো রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানিক। এসময় একই এলাকার মো. ফরিদের ছেলে ইফতেখার এসে তার বুকের কাছে গুলি করে পালিয়ে যায়। এভাবে দীর্ঘ প্রায় দুই মাস অতিবাহিত হলেও অভিযুক্ত তরুণ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, পূর্ব কোন বিরোধ ছিলো না। কিন্তু এরপরও কেনো তাদের সন্তানকে গুলি করা হল তা তারা জানেন না। এমনকি তার আহত সন্তানও এই ঘটনায় হতবাক বলে তারা জানান। অবৈধ অস্ত্র উদ্ধারসহ জড়িত তরুণকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।

তাদের দাবী, একটি সন্ত্রাসী গ্রুপ তাদের এলাকায় মাদক কারবারসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই গ্রুপেরই সক্রিয় সদস্য অভিযুক্ত ইফতেখার। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার গডফাদারদেও নাম জানা যাবে এবং তাদের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র উদ্ধার হবে। এতে এলাকার মাদক-সন্ত্রাস নির্মূল হয়ে জনমন স্বস্তী ফিরে আসবে বলে জানান তারা।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, “অভিযুক্ত তরুণকে ধরতে সম্ভাব্য বিভিন্ন স্থানে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। এই ব্যাপারে পুলিশ তৎপর। আশাকরি দ্রুততম সময়ে সে আইনের আওতায় আসবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব

রাঙ্গুনিয়ায় কলেজ ছাত্রকে গুলি, দুই মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত তরুণ, পরিবারের সংবাদ সম্মেলন

Update Time : 08:00:17 pm, Wednesday, 18 December 2024

নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন রাঙ্গুনিয়ার কলেজ ছাত্র তাফহিমুল ইসলাম তানিক (১৮)। হঠাৎ ইফতেখার (১৮) নামে এক তরুণ অস্ত্রহাতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বুকে গুলি করে পালিয়ে যায়৷ উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই মাস অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছেন আহত তানিকুল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আহত তরুণের পিতা জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত তরুণ ইফতেখারকে গ্রেফতারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন আহতের দুই চাচা রহিম উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াস।

জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চিতাখোলা এলাকায় বাড়ির কাছে নদীর পাড়ে বসে দুই বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলো রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানিক। এসময় একই এলাকার মো. ফরিদের ছেলে ইফতেখার এসে তার বুকের কাছে গুলি করে পালিয়ে যায়। এভাবে দীর্ঘ প্রায় দুই মাস অতিবাহিত হলেও অভিযুক্ত তরুণ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, পূর্ব কোন বিরোধ ছিলো না। কিন্তু এরপরও কেনো তাদের সন্তানকে গুলি করা হল তা তারা জানেন না। এমনকি তার আহত সন্তানও এই ঘটনায় হতবাক বলে তারা জানান। অবৈধ অস্ত্র উদ্ধারসহ জড়িত তরুণকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।

তাদের দাবী, একটি সন্ত্রাসী গ্রুপ তাদের এলাকায় মাদক কারবারসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই গ্রুপেরই সক্রিয় সদস্য অভিযুক্ত ইফতেখার। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার গডফাদারদেও নাম জানা যাবে এবং তাদের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র উদ্ধার হবে। এতে এলাকার মাদক-সন্ত্রাস নির্মূল হয়ে জনমন স্বস্তী ফিরে আসবে বলে জানান তারা।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, “অভিযুক্ত তরুণকে ধরতে সম্ভাব্য বিভিন্ন স্থানে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। এই ব্যাপারে পুলিশ তৎপর। আশাকরি দ্রুততম সময়ে সে আইনের আওতায় আসবে।”