চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক শান্ত বিকেল হঠাৎই পরিণত হল নিস্তব্ধতায়। মসজিদের পুকুরঘাটে শিশুদের হাসি-খেলা মিলিয়ে গেল কান্নায়। একসঙ্গে তিন ফুলের মতো বোন ডুবে মারা গেল পানিতে। এক মুহূর্তে অন্ধকার নেমে এলো তিনটি পরিবারে, স্তব্ধ পুরো গ্রাম।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনু মিয়া হাজি বাড়ী এলাকার মসজিদের পুকুরে এই দুর্ঘটনায় পানিতে ডুবে তিন বোন মারা গেছে।
নিহত শিশুরা হলো ফারুয়া ইউনিয়নের উত্তর ফারুয়ার আনু মিয়া হাজি বাড়ীর কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (৭) তার ভাই রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (৮) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাব্দিনগর এলাকার নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯)।
নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ও খালাতো বোন।
জানা যায়, দুপুরের পর থেকে নিহত সুমাইয়াকে কোথাও দেখতে না পেয়ে খুঁজে থাকেন তার মা। পরে বিকাল ৪টার দিকে তাদের বাড়ীর পাশে মসজিদের পুকুরে সুমাইয়া সুলতানার মা রোখসানা বেগম ৩ বোনকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















