রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন “রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন” টার্ফ মাঠের চলমান কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে তিনি মাঠটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মাঠের অগ্রগতি, অবকাঠামো ও সাজসজ্জার কাজ ঘুরে দেখেন এবং কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই টার্ফ মাঠ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের জন্য একটি আধুনিক ও মানসম্পন্ন খেলার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
পরিদর্শনকালে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও মাঠের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার নিবন্ধিত সংগঠন যুব স্কোয়াড রাইডার্স ৫০ লাখ টাকার অধিক ব্যয়ে মাঠটি বাস্তাবায়ন করছে। আগামী মাসের শুরুতে মাঠটি উদ্বোধন করার কথা রয়েছে।