চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ঘাগড়াকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন আজিজুল হকের স্ত্রী নাছিমা বেগম (৪০), মৃত মোহাম্মদ আবদুল্লাহ মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন ওরফে রাসেল (২২), মো. নিজাম উদ্দিন (২৯) ও একই ইউনিয়নের আজিজুল হকের ছেলে ইরফানুর রহমান আরমান (২০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা এবং ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হওয়া চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।”
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
















