চট্টগ্রাম 9:06 am, Thursday, 17 July 2025

রাঙ্গুনিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভা

রাঙ্গুনিয়া উপজেলার গ্রাম আদালত কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর খালেদ বিন ওয়ালিদ, মোঃ কবির আহমদ, সকল ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং দফাদারগণ।

সভায় ইউনিয়নসমূহে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিশেষ করে গ্রাম আদালতের অপেক্ষমাণ মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, নথিপত্র হালনাগাদ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, এবং প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে সকল চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তা চিহ্নিত করে সমাধানমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদকে আরও জবাবদিহিমূলক ও জনগণমুখী করার আহ্বান জানান।সাথে ইউনিয়ন পরিষদের সকল সেবার পাশাপাশি গ্রাম আদালত সেবা যেনো প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার প্রতিক হয় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে গ্রাম পুলিশদের মাধ্যমে গ্রাম আদালত সেবার প্রচারণা বৃদ্ধির পরামর্শ প্রদান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাটহাজারীতে জুতার কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

রাঙ্গুনিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভা

Update Time : 09:16:12 pm, Wednesday, 16 July 2025

রাঙ্গুনিয়া উপজেলার গ্রাম আদালত কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর খালেদ বিন ওয়ালিদ, মোঃ কবির আহমদ, সকল ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং দফাদারগণ।

সভায় ইউনিয়নসমূহে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিশেষ করে গ্রাম আদালতের অপেক্ষমাণ মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, নথিপত্র হালনাগাদ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, এবং প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে সকল চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তা চিহ্নিত করে সমাধানমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদকে আরও জবাবদিহিমূলক ও জনগণমুখী করার আহ্বান জানান।সাথে ইউনিয়ন পরিষদের সকল সেবার পাশাপাশি গ্রাম আদালত সেবা যেনো প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার প্রতিক হয় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে গ্রাম পুলিশদের মাধ্যমে গ্রাম আদালত সেবার প্রচারণা বৃদ্ধির পরামর্শ প্রদান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।