রাঙ্গুনিয়ায় ঘাগড়া খিলমোগল জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজঘাটাকুল ফুটবল একাদশ। তাদের প্রতিপক্ষ ছিল নাহিদ একাদশ। শুক্রবার লালানগর ঘাগড়া খিলমোগল হাকিম উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট অনুষ্টিত হয়।
পরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এছানুল হক এহসান। উদ্বোধক ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন রুবেল, লালানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক এম এইচ সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলমগীর, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল, মালেক শাহ প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ ট্রফিসহ বিভিন্ন নৈপুণ্যে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















