চার্টার্ড লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেড মীর রনি টেরিটোরির ফাইনান্সশিয়াল এসোসিয়েটবৃন্দের বার্ষিক ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত ট্রেনিং এ অংশ নেন ওসমান গণি ও সোহেল রানা এজেন্সির ৪৫ জন ফাইনান্সশিয়াল এসোসিয়েটবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন রাণীর হাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ওসমান গনি। প্রধান অতিথি ছিলেন চর্ট্রগ্রাম সেলস’র ডিভিপি এমদাদুল হক জাহেদ।
বিশেষ অতিথি চট্টগ্রাম সেলস’র এসএম আরিফুল রহমান ভূঁইয়া, রাঙ্গুনিয়া সেলস-১ এর এএসএম মীর জুবাইদুল ইসলাম রনি, চট্টগ্রাম সেলস’র এক্সিকিউটিভ অফিসার শহিদুল্লাহ সায়েম, এজেন্সি ম্যানেজার সোহেল রানা প্রমুখ।