রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরে উদ্যোগে এসএসসি ও দাখিলে জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি শওকত আলী।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাঈদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা শাহ আলম, উপজেলা যুব বিভাগের আহবায়ক সরওয়ার হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন বাবুসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিবিরের সাবেক ও বর্তমান নেতারা।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।