“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুরুতে র্যালি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শরমিন আক্তার, উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বক্তব্য দেন যুব স্কোয়াড রাইডারস এর সভাপতি ইসমাইল হোসেন নয়ন, নূরের আলো একতা সংঘের নাজমুল আমিন, মনোয়ার এগ্রোর কলিম উল্লাহ, উদ্যোক্তা আবদুর রহিম প্রমুখ।
সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার নাজমুল হক মীর। শেষে শপথ বাক্য পাঠ করানো হয় এবং যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।