রাঙ্গুনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন করা হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ সরকার ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার।
প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, ছাগল, হাঁস–মুরগি, দেশীয় জাতের পাখি, দুগ্ধজাত খাবার, পশুখাদ্য, ওষুধ ও বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। অতিথিরা স্টল পরিদর্শন শেষে অংশগ্রহণকারীদের সনদ ও সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















