রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে আবারো বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। শনিবার উপজেলার মধ্য বেতাগী এলাকায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় প্রাথমিত ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ক্যাম্পে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। আয়োজক সূত্র জানায়, গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর, বগাবিলি এবং বেতাগী এই চারটি ক্যাম্পে প্রায় সাত হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন,
“রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প করছি। জনগণ যে আন্তরিকভাবে সাড়া দিচ্ছেন, তা আমাদের এই সেবা আরও সম্প্রসারণে অনুপ্রাণিত করছে।”
তিনি আরো বলেন, বেতাগীতে যে সৌদি প্রজেক্ট নামে জায়গা রয়েছে এটাকে কাজে লাগিয়ে সরকারের উচিত সেখানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা। এমনটি হলে এই অঞ্চল থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি হবে। রাঙ্গুনিয়ার মানুষের জীবনমানও উন্নত হবে।”
আয়োজক সূত্র জানায়, গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর, বগাবিলি এবং বেতাগী।এই চারটি ক্যাম্পে প্রায় সাত হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবং নভেম্বর মাসে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















