রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট অঞ্চলের ডাক্তার ও কেমিস্টদের সাথে মতবিনিময় সভা করেছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাণীরহাটের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব করতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ডাক্তার, কেমিস্ট ও স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে কাজ করলে রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “নতুন হাসপাতাল, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, আধুনিক ল্যাব সুবিধা, জরুরি মেডিকেল সার্ভিস বিস্তারের মাধ্যমে একটি সুগঠিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা আমার অঙ্গীকার।”
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডাঃ অলক চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব নুরুল আবচার, ডা: মোহাম্মদ মামুন, ডাঃ দীপক, ডাঃ শুধাম চন্দ্র শীল, ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ খাইরুল আমিন প্রমুখ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















