চট্টগ্রাম 5:58 am, Monday, 26 January 2026

রাঙ্গুনিয়ায় তিন কলেজ পড়ুয়া বন্ধুর বাণিজ্যিক মাশরুম চাষ

রাঙ্গুনিয়ায় তিন কলেজ পড়ুয়া বন্ধুর উদ্যোগে গড়ে উঠেছে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক মাশরুম চাষ প্রকল্প। উপজেলার লালানগর বেরীবাদ এলাকায় আলাদা দুটি কক্ষে তারা উন্নত জাতের মাশরুম চাষ করে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। তাদের ফার্মের নাম ‘আল ফালাহ মাশরুম ফার্ম’।

উদ্যোক্তা তিন বন্ধু হলেন মো. নাজিম, মীর রাকিব, মো. এনাম । তারা তিনজনই কলেজে অধ্যয়নরত। প্রথম বছর পরীক্ষামূলকভাবে তারা মাত্র ১৫০ প্যাকেট মাশরুম চাষ শুরু করেন। পরবর্তীতে সাফল্য আসায় বর্তমানে তারা উৎপাদন বাড়িয়ে ৫০০ প্যাকেটে উন্নীত করেছেন। ভবিষ্যতে তাদের লক্ষ্য এই সংখ্যা ২ থেকে ৩ হাজার প্যাকেটে নিয়ে যাওয়া।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আল ফালাহ মাশরুম ফার্ম পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস। পরিদর্শনকালে তিনি মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই নিয়ন্ত্রণ, পরিচর্যা ও বাজারজাতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উদ্যোক্তারা জানান, “শুরুর দিকে কিছুটা ভয় কাজ করছিল। তবে ইউটিউবসহ বিভিন্ন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে ধীরে ধীরে কাজটি বড় পরিসরে করি। বর্তমানে দুটি ফার্মে প্রায় ৬০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছি। আশা করছি মাত্র দুই মাসের পরিশ্রমেই বিনিয়োগের দ্বিগুণ লাভ হবে।”

তারা আরও জানান, মাশরুম চাষকে আরও সম্প্রসারণ করতে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে সরকারি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা পেলে তারা বৃহৎ পরিসরে উৎপাদনে যেতে চান।

উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস বলেন, আল ফালাহ মাশরুম ফার্ম তরুণদের স্বাবলম্বী হওয়ার একটি অনুকরণীয় দৃষ্টান্ত, যা বেকারত্ব হ্রাস ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন যুবককে ৭দিন ব্যাপী মাশরুম চাষের ট্রেনিং করানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে তারেক রহমানকে হাজার হাজার নেতাকর্মীর শুভেচ্ছা বিনিময়

রাঙ্গুনিয়ায় তিন কলেজ পড়ুয়া বন্ধুর বাণিজ্যিক মাশরুম চাষ

Update Time : 06:34:26 pm, Sunday, 25 January 2026

রাঙ্গুনিয়ায় তিন কলেজ পড়ুয়া বন্ধুর উদ্যোগে গড়ে উঠেছে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক মাশরুম চাষ প্রকল্প। উপজেলার লালানগর বেরীবাদ এলাকায় আলাদা দুটি কক্ষে তারা উন্নত জাতের মাশরুম চাষ করে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। তাদের ফার্মের নাম ‘আল ফালাহ মাশরুম ফার্ম’।

উদ্যোক্তা তিন বন্ধু হলেন মো. নাজিম, মীর রাকিব, মো. এনাম । তারা তিনজনই কলেজে অধ্যয়নরত। প্রথম বছর পরীক্ষামূলকভাবে তারা মাত্র ১৫০ প্যাকেট মাশরুম চাষ শুরু করেন। পরবর্তীতে সাফল্য আসায় বর্তমানে তারা উৎপাদন বাড়িয়ে ৫০০ প্যাকেটে উন্নীত করেছেন। ভবিষ্যতে তাদের লক্ষ্য এই সংখ্যা ২ থেকে ৩ হাজার প্যাকেটে নিয়ে যাওয়া।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আল ফালাহ মাশরুম ফার্ম পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস। পরিদর্শনকালে তিনি মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই নিয়ন্ত্রণ, পরিচর্যা ও বাজারজাতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উদ্যোক্তারা জানান, “শুরুর দিকে কিছুটা ভয় কাজ করছিল। তবে ইউটিউবসহ বিভিন্ন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে ধীরে ধীরে কাজটি বড় পরিসরে করি। বর্তমানে দুটি ফার্মে প্রায় ৬০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছি। আশা করছি মাত্র দুই মাসের পরিশ্রমেই বিনিয়োগের দ্বিগুণ লাভ হবে।”

তারা আরও জানান, মাশরুম চাষকে আরও সম্প্রসারণ করতে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে সরকারি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা পেলে তারা বৃহৎ পরিসরে উৎপাদনে যেতে চান।

উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস বলেন, আল ফালাহ মাশরুম ফার্ম তরুণদের স্বাবলম্বী হওয়ার একটি অনুকরণীয় দৃষ্টান্ত, যা বেকারত্ব হ্রাস ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন যুবককে ৭দিন ব্যাপী মাশরুম চাষের ট্রেনিং করানো হচ্ছে।